বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

পিএইচপি (PHP) প্রোগ্রামিং ল্যাংগুয়েজের ইতিহাস

পিএইচপি একটি বহুল ব্যবহৃত স্ক্রিপ্টিং ভাষা যা ওয়েব ডেভেলপমেন্টের জন্য বিশেষ উপযোগী এবং এইচটিএমএল আকারে প্রকাশ করা যায়। এটি সাধারণত একটি ওয়েব সার্ভারে পরিচালিত হয় যা পিএইচপি কোডকে নির্দেশনা আকারে ব্যবহার করে এবং ওয়েব পাতা তৈরি করে ফলাফল প্রদর্শন করে। এই ল্যাঙ্গুয়েজ বেশীর ভাগ ওয়েব সার্ভারে প্রয়োগ করা যায় এবং প্রায় সকল অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। প্রায় ২০ মিলিয়নেরও বেশী ওয়েবসাইট ও ১ মিলিয়ন ওয়েব সার্ভারে পিএইচপি ব্যবহৃত হচ্ছে।

পিএইচপি উদ্ভাবন করেন রাস্মুস লারডরফ নামের এক বিজ্ঞানী। ১৯৯৫ সালে পিএইচপি উদ্ভাবনের পর থেকে এখন পর্যন্ত পিএইচপির মূল প্রয়োগ পিএইচপি গ্রুপ ও সার্ভার মাধ্যমে হয়ে আসছে এবং পিএইপি একটি বিষয়ের নির্দিষ্ট সীমারেখায় আবদ্ধ নয়। পিএইচপি, পিএইচপি লাইসেন্সের অধীনে একটি ফ্রী সফটওয়ার যা পিএইচপি ব্যবহারের সীমাবদ্ধতা থাকলেও জিএনইউ জেনারেল পাবলিক লাইসেন্স (জিপিএল) এর সহিত সামঞ্জস্যপূর্ণ।

সার্ভার-সাইড স্ক্রিপ্টিং এর মাধ্যমে একটি স্ক্রিপ্টিং ভাষা দিয়ে চলমান ওয়েব পাতা তৈরির জন্য পিএইচপি ডিজাইন করা হয়েছে। এটি কমান্ড লাইন ইন্টারফেস ক্ষমতাকে অন্তর্ভুক্ত করেছে এবং স্ট্যান্ডআলোন গ্রাফিক্যাল আপ্লিকেশনকে ব্যবহার করতে পারে।

পিএইচপি ডেভলপমেন্ট শুরু হয় ১৯৯৪ সালে যখন রাসমুস লের্ডর্ফ(Rasmus Lerdorf) "কমন গেটওয়ে ইন্টারফেস(CGI)" এর একটি সিরিজ লিখেন পার্ল(Perl) প্রোগ্রামিং ভাষার মাধ্যমে। যেটির কাজ ছিলো তার নিজের ব্যাক্তিগত ওয়েবসাইটের হোমপেইজ মেইনটেইন করা। যেটি তার সিভি এবং ওয়েব ট্রাফিক বা ভিজিটরের সংখ্যা রেকর্ড করত। সাইটের পার্ফরমেন্সের কারনে তিনি একই স্ক্রিপ্ট পুনোরায় সি(প্রোগ্রামিং ভাষা) দিয়ে লিখেন । এবং এর সাথে তিনি ওয়েব ফর্ম এবং ডাটাবেসে যুক্ত হওয়ার সুবিধা যোগ করেন এবং এই রুপায়নের নাম দেন "পার্সোনাল হোম পেইজ(Personal Home Page)" বা সংক্ষেপে পিএইচপি। মুলত এখান থেকেই পিএইচপি তৈরি হয়। এটি সাধারন,ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যাবহৃত হয়। এর পর জুন ৮,১৯৯৫ পিএইচপিতে এইচটিএমএল(HTML) এমবেডেড করে দেওয়া হয়।

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩

২ মিনিট সময় দিন- বদলে যাবে আপনার জ্ঞানের জগৎ

মনটাকে কোন বিষয়ে স্থির করতে চাচ্ছেন কিন্তু পারছেন না। মন এক চিন্তা থেকে আরেক চিন্তায় ঘুরে বেড়াচ্ছে। হয়ত ভাবতে চাচ্ছেন  লেখার নতুন কোন বিষয় নিয়ে কিন্তু কিছুতেই মাথা কাজ করছে না, মনে পড়ে যাচ্ছে এ সংশ্লিষ্ট আরো অনেক কথা। এক সময় হাল ছেড়ে দিলেন। নামাজ পড়তে গেলেন, নামাজ থেকে মন বন্ধুদের আড্ডায় চলে যাচ্ছে। কেন এমন হয়?
মন কী?: মন এমন এক বস্তু যা দেখা যায় না, ছোঁয়া যায় না, ল্যবরেটরীতে টেস্টটিউবে ভরে পরীক্ষাও করা যায় না, তবে অনুভব করা যায়। একে আমরা আমাদের কম্পিউটারের সাথে তুলনা করে দেখতে পারি। কম্পিউটারের দুটো অংশ- হার্ডওয়্যার ও সফটওয়্যার। হার্ডওয়্যার ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায় কিন্তু সফটওয়্যার ? এর অস্তিত্ব আছে তবে ধরা ছোঁয়া যায় না। এটা না হলে কম্পিউটার চালানো ও যায় না। ঠিক তেমনি মন ও মানুষের সব কিছুর নিয়ন্তা। মনের ৩ টি অংশ আছে- ১. সচেতন মন ২. অবচেতন মন ৩. অচেতন মন।
মন কিভাবে কাজ করে?: আমরা সব সময় সচেতন মনের দ্বারা চালিত হই। এটি আমাদের সব কাজকে মনিটরিং করে যাতে কোন ভুল না হয়। কিন্তু আমাদের সবচেয়ে শক্তিশালী হল অবচেতন মন। সচরাচর এর কাজ আমরা অনুভব করতে পারি না। কিন্তু আমরা যত কাজ করছি, যা কিছু দেখছি, যা বোঝার বা শেখার চেষ্টা করছি সব কিছু ব্যকআপ হয়ে থাকছে আমাদের মস্তিষ্কে এবং এ কাজটাই করে আমাদের অবচেতন মন। আমরা যখন ঘুমিয়ে পড়ি অবচেতন মন জেগে ওঠে এবং তার কর্ম তৎপরতা শুরু করে। ব্যকআপে থাকা সকল তথ্য বিচার বিশ্লেষণ করে কাজের প্রেরণা দান করে, তথ্যগুলোকে মস্তিষ্কের স্থায়ী মেমেরিতে জমা করে। এভাবে আমরা যা দেখি বা যা কিছু চিন্তা করি সবই ঘুমের ঘোরে অবচেতন মন আমাদের মেমোরিতে ঢুকিয়ে দেয়। ফলে এগুলোর উপস্থিতি আমরা টের না পেলেও এগুলো আমাদের ব্যকগ্রাউন্ডে কাজ করতে থাকে। আর আমরা এভাবেই এলোপাথাড়ি চিন্তায় আচ্ছন্ন হই। একজন মনোবিচজ্ঞানী বলেছেন " তোমার স্মৃতিকে গোডাউনের মত যা তা দিয়ে ঠেসে রেখো না, কাজের গুলো জমা কর, অপ্রয়োজনীয় গুলো ফেলে দাও। আমরা যদি আমাদের অবচেতন মনকে নিয়ন্ত্রন করতে পারি তবে আমরা বুঝতে পারব মনের গভীরে কী ঘটছে।
কিভাবে করা যাবে?: এর জন্যে প্রয়োজন একাগ্রতা সৃষ্টি করা। একাগ্র মনোযোগ আমাদের স্মৃতি শক্তি বৃদ্ধি করে, কাজে সঠিক মনোযোগ প্রদানো সাহায্য করে। একাগ্র মনোযোগ সৃষ্টি করা তেমন সহজ কাজ নয়, এর জন্যে প্রয়োজন মানসিক অনুশীলন। এখানে আমি একটি ছোট কিন্তু কার্যকর অনুশীলনের নিয়ম বলব। এটির আবিষ্কর্তা বিখ্যাত মৌনি সাধু।
নিয়ম: ১.আপনার রুমে গিয়ে চেয়ারে হেলান দিয়ে বসুন।
২. বেশি শব্দ হলে দরজা জানালা বন্ধ করে দিন।
৩. ঘরে ঝোলানো দেয়াল ঘড়ির সেকেন্ডের কাটার দিকে মনোযোগ দিন।
৪. পাকা ২ মিনিট ঘড়ির সেকেন্ডের কাটার দিকে তাকিয়ে থাকুন।
এ সময় এমন ভাবে থাকবেন যেন পৃথিবীতে শুধু ওই ঘড়ির কাঁটা ব্যতীত আর কিছু নেই। মনোযোগ যদি ঘড়ির কাঁটা থেকে সরে যায় তবে আলতো ভাবে মনোযোগ আবার ঘড়ির কাঁটায় ফিরিয়ে আনুন। আবার ২ মিনিট পূর্ণ করুন। প্রথম প্রথম মনোযোগ থাকতে চাইবে না তবে টানা অনুশীলন চালিয়ে গেলে সহজ হয়ে যাবে। আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন আপনার স্মৃতিশক্তির ব্যপক উন্নতি হয়েছে। যাতে খুশি একাগ্র মনোযোগ দিতে পারছেন। কাব্য, সাহিত্য, গান, প্রযুক্তি যে বিষয়ে ইচ্ছা গভীর মনোযোগ প্রদান করতে পারছেন।
এটা যদি কষ্টকর হয় অর্থাৎ দেয়াল ঘড়ি না থাকলে বা রুমে সে সুযোগ না পাওয়া গেলে তবে আপনার প্রিয় কম্পিউটার ব্যবহার করেও করতে পারেন। একজন সাইট নির্মাতা এমন একটি সাইট তৈরী করেছেন যা আপনাকে ২ মিনিটের জন্যে পৃথিবী আলাদা করে দেবে। বারবার চর্চা করুন, আপনার স্মৃতি দেখে নিজেই অবাক হবেন।

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩

অনলাইনে আয়ের নামে সাইবারক্রাইম - ক্লিক ফ্রডের ব্যাপক বিস্তার, আপনিও কি এতে জড়িত?

সাইবারক্রাইম নিয়ে কথা বলতে গেলেই চলে আসে ক্লিক ফ্রড (Click fraud) এর কথা। খুব নিম্নমানের ক্রাইমের তালিকায় প্রথমেই আসে এটা। বাংলাদেশে সাইবারক্রাইমের বিস্তার নিয়ে আগের দুই লেখায় লাইক ফ্রড ও ক্যাপচা সল্ভ সহ অন্যান্য ফ্রডের কথা লিখেছিলাম। কিন্তু খুব বেশি চালু ক্লিক ফ্রড এর সাথেও অনেকে জড়িত হয়ে পড়ছেন, তাই সেটা নিয়ে আজকে লিখছি।
ইন্টারনেটে বিজ্ঞাপন দেয়া যখন শুরু হয়, তখন সেটার বিল কিভাবে করা হবে তা নিয়ে অনেক সিস্টেম গড়ে উঠেছে। এর মধ্যে খুব জনপ্রিয় হলো pay per click, অর্থাৎ বিজ্ঞাপন দাতা কোনো বিজ্ঞাপনে কয়বার ক্লিক করা হয়েছে, তার ভিত্তিতে পয়সা দেন ওয়েবসাইট মালিককে। গুগলের এডসেন্স এভাবেই কাজ করে।
ক্লিক ফ্রড
অসাধু ওয়েবসাইট নির্মাতারা এটার সুযোগ নেয়। ভুয়া ক্লিক করে আদায় করে নেয় টাকা। কিন্তু বাংলাদেশের তরুণদের অনেকে এটাকে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং হিসাবে ভেবে নিয়ে এসব অসাধু ব্যবসায়ীর অপরাধে জড়িয়ে পড়ছেন। নানা সময়ে নানা ব্লগে বা ফোরামে এই ব্যাপারে অনেককে প্রলোভন দেখাতে দেখেছি। কয়েকজনে মিলে গ্রুপ করে একে অন্যের সাইটের বিজ্ঞাপনে ক্লিক করা তো মামুলি ব্যাপার, অনেকেই প্রতিষ্ঠিত ক্লিক-সাইটের সদস্য হন। সেখান থেকে প্রতিদিন কোন বিজ্ঞাপনে ক্লিক করতে হবে, তার তালিকা আসে, আর সেই অনুযায়ী ক্লিক করলে প্রতি ক্লিকে ১-২ সেন্ট বা বাংলাদেশের হিসাবে ১-২ টাকা জমে। নির্ধারিত অংক পেরুলে (যেমন ১০০ ডলার) সেই টাকা ফেরত নেয়ার সুযোগ থাকে।
এই কাজগুলা অভাবনীয় রকমের unproductive হলেও অনেকেই ঘরে বসে ইন্টারনেটে পয়সা কামানোর সুযোগ হিসাবে এটাকে লোভনীয় ভাবেন, ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটারে বসে ক্লিক করে চলেন বিজ্ঞাপনে, ক্লিক প্রতারণায় জড়িত মাফিয়াদের হয়ে জেনে বা না জেনেই কাজ করেন।
ইন্টারনেটের ১০-২০% ক্লিকই এরকম নকল ক্লিক!!
প্রশ্ন হলো - এর সমস্যা গুলা কোথায়? অনেকেই কুযুক্তি দেখান, এতে সমস্যা কোথায়, দেশে টাকা আসছে, আসুক, ইত্যাদি ইত্যাদি।
ভেবে দেখুন, ব্যাপারটা অনেকটা এরকম, কক্সবাজার বিচে বিদেশী কাউকে দেখতে পেলেই তার টাকা পয়সা কেড়ে নিয়ে বা পকেট মেরে টাকা ভাগ করে নেয়ার মতো, সেটাতেও দেশে কিন্তু টাকা আসে!! ক্লিক করার জন্য কেউ তো আর এমনি এমনি টাকা দিবেনা, টাকাটা আসবে বিজ্ঞাপনদাতাকে ঠকিয়ে, ভুয়া ক্লিকের বিল করে।
আর এই ক্লিকফ্রডের মতো আনপ্রোডাকটিভ কাজে তরুণদের যে সময় নষ্ট হচ্ছে, সেটাও দেশের এক অপূরণীয় ক্ষতি। ভুয়া ক্লিক করে করে ঘণ্টায় যে টাকাটা আয় করা সম্ভব, তা বেশ হাস্যকর রকমের কম। সেই সময়টা অন্য কোনো কাজে দিলে সম্ভব অনেক বেশি উপার্জন।
ইন্টারনেটে সৎভাবে আয় করে ফ্রিল্যান্সিং এর কাজ করার সুযোগ অনেক আছে। ক্লিক ফ্রড, লাইক ফ্রড, বা ক্যাপচা ফ্রডে লেগে থাকার কোনো প্রয়োজন নাই, আর এসব সাইবারক্রাইমের সাথে জড়িত হয়ে নিজের ও দেশের জন্য সারা বিশ্বে কুখ্যাতি অর্জন করাটা আরো দুঃখজনক। আশা করি সবাই ইন্টারনেটে অর্থ উপার্জনের কাজে ঝাঁপিয়ে পড়ার আগে ব্যাপারটা দুবার ভেবে দেখবেন, আর বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাও এরকম অপরাধের বিস্তার রোধে কাজ করবেন।

রবিবার, ২৫ আগস্ট, ২০১৩

পাসওয়ার্ড কি আপনাকে আসলেই সুরক্ষিত রাখছে ??

আপনি যে পাসওয়ার্ড ব্যবহার করছেন তা আপনাকে কতটুকু সুরক্ষিত রাখছে অনলাইনে? আপনি শুনে হয়তো আশ্চর্য হবেন, একজন এক্সপার্ট হ্যাকার একটি ওয়েবপেইজ লোড হতে যতটুকু সময় লাগে তার থেকে কম সময়ে একটি পাসওয়ার্ড ক্র্যাক করতে পারে। এটি এখন আগের থেকেও বেশী গুরুত্বপূর্ণ আপনি কীভাবে আপনাকে সুরক্ষিত রাখবেন অনলাইনে।
ইনস্ট্যান্ট চেকম্যাট (Instant Checkmate) এই বিষয়টিকে সামনে রেখে একটি ইনফোগ্রাফ বানিয়েছে যা দেখায় বেশিভাগ অনলাইন ইউজারদের পাসওয়ার্ড বা তারা নিজে কতটুকু অরক্ষিত। যেমন, প্রতি ৩ জনের ১ জন ইন্টারনেট ইউজার একই পাসওয়ার্ড সকল সাইটে ব্যবহার করে। এবং সবচেয়ে দুর্বল পাসওয়ার্ডটি হল “123456” অথবা “password”, কিংবা এই শব্দ গুলো ব্যবহার করা হয়েছে সেই পাসওয়ার্ড গুলোতে।
নিচে গ্রাফটি দেখে আমাদের জানাতে ভুলবেন না, আরও কি কি টিপস তাতে যোগ করা যায়।
1

বুধবার, ৩১ জুলাই, ২০১৩

কোন প্রকার সফটওয়্যার ব্যাবহার ছাড়াই আপনার পিসির বিস্তারিত ইনফর্মেশন জানুন

আমরা প্রায়ই বিভিন্ন ধরনের সফটওয়্যার দেখি যেগুলো পিসি সম্পর্কে বিস্তারিত ইনফর্মেশন দেয় যেমনঃ আপনার Ram, হার্ডডিস্ক, প্রসেসর এবং আরও বিভিন্ন বিষয় সম্পর্কে। কিন্তু আপনি ইচ্ছা হলে কোন প্রকার সফটওয়্যার ব্যাবহার না করেই এসব ইনফর্মেশন পেতে পারেন CMD এর মাধ্যমে। তাই আজকের বিষয় হচ্ছে কিভাবে কোন প্রকার সফটওয়্যার ব্যাবহার না করে শুধু মাত্র CMD ব্যাবহার করে আপনি আপনার পিসির সম্বন্ধে বিস্তারিত ইনফর্মেশন পেতে পারেন।
প্রথমে Start এ ক্লিক করে Run এ যেয়ে অথবা Search Box এ লিখুন cmd. তারপর cmd চালু করুন।

তারপর সেখানে টাইপ করুন 'systeminfo'. নিচের চিত্রে দেখুনঃ

তারপর Enter চাপুন। এবার Loading হতে কয়েক সেকেন্ড সময় নেবে। তারপর সেখানে আপনি আপনার পিসির বিস্তারিত সকল ইনফর্মেশন পেয়ে যাবেন।

এখানে আপনি যদি Error Message পান, তাহলে আপনাকে DCOM Server Process Launcher service Activate করতে হবে। এটা করতে, প্রথমে Start >> Control Panel >> System and Security >> Administrator Tools >> Services এ গিয়ে DCOM Server Process Launcher খুঁজে তারপইর এটা Activate করে নিন। ব্যাস, হয়ে গেল।

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩

কিভাবে বুঝবেন কে কে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভিসিট করেছেন?

কে কে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভিসিট করেছেন তা জানতে নিচের স্টেপ গুলি অনুসরন করুন।
১। প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগইন করুন।
২। এখন পেজ এর যেকোনো খালি স্থানে রাইট ক্লিক করুনঃ-

৩. উপরের ছবির মত "view page surce" অপশন এ ক্লিক করুন। নিচের মত পেজ খুলবেঃ-
৪। এবার Ctrl+F একসাথে চাপুন। এখন আপনি Find নামে একটি টুলবক্স দেখতে পাবেন।

৫। টুলবক্স এর ভিতর লিখুনঃ friendsList এবং এন্টার দিন। সার্চ রেসাল্ট নিচের মতঃ
 ৬। নীল রং এর FriendsList এর ডান পাসে দেখুন কতগুলো সংখ্যা আছে , মাঝে মাঝে '- ' দেয়া।
৭। ওই সংখ্যাটি (যেমনঃ 100003541443132) কপি করে আপনার ফেসবুক এর এড্রেস বারে এভাবে পেস্ট করুনঃ-

৮। এরপর Enter প্রেস করুন আর দেখুন আপনার কাঙ্খিত ব্যাক্তিটিকে।

মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

Facebooke ১ ক্লিকে লাইক করুন সব stause এবং comment

আজ আমি আপনাদের দেখাব কি ভাবে ১ ক্লিকে সব ষ্টাটাচে লাইক দেওয়া যায় আবার ১ ক্লিকে সব কমেন্টে লাইক দেওয়া যায়।
নিচের ধাপ গুলো অনুসরন করতে হবে
১।প্রথমে আপনাকে firbox Greasemonkey inestal করতে হবে https://addons.mozilla.org/en-US/firefox/addon/greasemonkey/
chrome :https://chrome.google.com/webstore/detail/tampermonkey/dhdgffkkebhmkfjojejmpbldmpobfkfo?hl=en
২। তারপর এটা Enable করতে হবে।
৩। এবার এই  http://userscripts.org/scripts/show/155312 সাইট থেকে ফেসবুক scripts টা instle করতে হবে
৪। তারপর facebook.com এ লগ ইন কলেই নিচের কোনায় ছবির মত দেখতে পারবেন

আসল কথাই তো বলা হয় নায় আপনি এই scripts টা দিয়ে ১০০ friends requst পেতে পারেন তার জন্য আপনাকে
কোন অধিক like বিশিষ্ট পেজে যেতে হবে তার পর সব comment এ like দিলে ১০০ friends requst পেতে পারেন।
বি:দ্র:এটা করলে লইকে block করে দিতে পারে মানে আপনি কাউকে like দিতে পারবেন না .

রবিবার, ৯ জুন, ২০১৩

আপনার ফেসবুকের কভার পিকচার হয়ে যাবে আয়না! না দেখলে মিস করবেন, টাইমলাইন কভার!!!!!!!!

 সবাইকে সালাম,

আমরা প্রায় সবাই ফেসবুক ব্যাবহার করি, আর ফেসবুক কভার পিকচার তো সবাই চেনেন, যারা না চেনেন তারা পড়তে থাকুন এখনি চিনবেন। আমরা চাই আমাদের প্রোফাইলটা যেন সবার থেকে আলাদা হয় (যতই আলাদা হউক না কেন একটা জায়গায় আমরা সবাই একরকম সেটা হল, আমরা সবাই আরেকজনের থেকে আলাদা হতে চাই)। আমরা চাই প্রোফাইলে এমন কিছ থাকুক যা অন্যের মনে কৌতূহল সৃষ্টি করবে। এমনি একটি জিনিস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হল আয়নার মতো দেখতে ফেসবুক কভার পিকচার। যতই বকবক করি না কেন না দেখলে কিছুই বুঝবেন না, তাই জিনিশটা সরাসরি দেখতে আমার ফেসবুক প্রোফাইলটাতে ঢুঁ মেরে আসেন।
আমার কভার ফটোর একটা স্ক্রীন শট নিচে দিলাম, যাদের স্ক্রীন শট দেখে পছন্দ না হয় তারা এখনি কেটে পরুন :P আর যাদের ভালো লাগবে তারা দেখুন............


কাজটা খুবই সহজ, যারা জানেন অথবা দেখে বুঝতে পেরেছেন তারা হয়ত আমায় গাধা আর বলদের উপাধি দিয়ে দিয়েছেন, আসলেই আমি গাধা :D আসল কথা হচ্ছে যারা না জানে তাদের জন্য এই পোস্ট।
এটা করতে আপনার যা যা লাগবেঃ
১) একটি স্ক্রীন শট নেওয়ার সফটওয়্যার (আমি ব্যাবহার করেছি "FastStone Capture", এটার ফ্রী ফুল ভার্সনের জন্য গুগল মামার পায়ে ধরেন)
২) টাইমলাইনের পাশের অ্যাড গুলো ডিলিট করার জন্য একটি "অ্যাড অন" (Ad Block Plus ফাইয়ারফক্সের জন্য) অন্য ব্রাউজারের কথা জানি না তাই একটু কষ্ট করে ফায়ারফক্স টাই ব্যাবহার করেন!
প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে যান তারপর স্ক্রীন শট নেওয়ার সফটওয়্যারটি চালো করে আপনার প্রোফাইলের একটা ছবি তুলুন, কোন পর্যন্ত তুলবেন সেটা দেখানোর জন্য স্ক্রীন শট দিলাম।

ঠিক এই মাপে আপনার প্রোফাইলের ছবি তুলুন, আপনার ডেস্কটপের উপরের শেষ প্রান্ত থেকে শুরু করে নিচে আপনার বাড়ি (From Your Home/Place) পর্যন্ত। কেউ যদি মনে করেন আরও কম নিলেও হবে তাহলে সেটা আপনার খুশি। এবার এই ছবিটা আপনার কভার হিসেবে আপলোড করেন এবং জায়গা অনুযায়ী বসান। তারপর আপনার প্রোফাইলটা দেখতে যেমন হবে,

এবার ঠিক আগের মাপে আরেকটা স্ক্রীন শট নিন এবং সেই ছবিটা আবার আপনার কভার হিসেবে লাগান এবার দেখুন কেমন দেখা যায়,

হুম এবার নিশ্চয়ই কেরামতি বুঝতে পেরেছেন, এভাবে আপনার যত খুশি প্রোফাইলের ছবি তুলুন এবং সেই ছবি আবার কভার হিসেবে লাগান। আপনার যতক্ষণ ভালো লাগে এই প্রক্রিয়া চালিয়ে যান, শেষ পর্যন্ত আমার প্রোফাইলের মতই হবে।

মঙ্গলবার, ৪ জুন, ২০১৩

এখন মজিলার প্রতিটি ট্যাব হবে আলাদা রঙে

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা যারা ইন্টার নেট ব্যবহার করি তাদের মধ্যে অধিকাংশই মজিলা ফায়ার ফক্স ব্যবহার করি। আমি আজ আমাদের এই প্রিয় ব্রাউজার টির জন্য নিয়ে এলাম এমন এক এড অন্স যেটা ইন্সটল করা হলে আপনি যতগুলো ট্যাব খুলবেন প্রত্যেকটির আলাদা আলাদা একটি কালার আসবে।
colorfultabs
যা দেখতে খুবই সুন্দর লাগবে।এটি পেতে এখানে http://www.binaryturf.com/free-software/colorfultabs-for-firefox/ ক্লিক করে এড অন্সটি ডাউনলোড করে ইন্সটল করার পর আপনার মজিলা রিস্টার্ট করবেন ব্যস দেখবেন আপনার প্রত্যেকটি ট্যাব আলাদা আলাদা কালার হয়ে গেছে। ব্যক্তিগত ভাবে আমার খুব ভালো লেগেছে। তাই আপনাদের কে জানালাম দেখুনতো আপনার ভালো লাগে কি না। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।